জুমবাংলা ডেস্ক : যশোরে স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত মনিরুল যশোরের বাঘারপাড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) মো. ইদ্রিস আলী জানান, ২০১২ সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন মনিরুল তার স্ত্রী তারা বেগমকে হত্যা করে মরদেহ ঘরের পাশে জঙ্গলের মধ্যে মাটিচাপা দেন। পরে মনিরুলের দুই শিশু সন্তান তাদের নানি সবুরা খাতুনকে বিষয়টি জানালে সবুরা খাতুন বাঘারপাড়া থানা পুলিশকে তা অবহিত করেন। ওইবছর ৯ অক্টোবর পুলিশ তারা বেগমের গলিত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে তারা বেগমের মা বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মনিরুলকে আটক করে। পিপি জানান, পুলিশ এ মামলার তদন্ত শেষে মনিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত মনিরুল ইসলামকে ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।