Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রমণের কারণে নারী বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত ঘোষণা করেছে আইসিসি। ২০২১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য আগামী ৩ জুলাই মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বাছাইপর্বে অংশ নেয়ার কথা ছিল তিনটি দেশের।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদস্য দেশগুলোর সরকার এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থগিতাদেশ দেয়া হয়েছে।
২৪ থেকে ৩০ জুলাই ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ডেনমার্কে সেটিরও সুযোগ নেই। আট দলের বিশ্বকাপে এরই মধ্যে স্বাগতিক নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে। নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব ছাড়াও ২০২২ এ ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের বাছাইপর্বও স্থগিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।