স্পোর্টস ডেস্ক: এই মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ দশে থাকা নিয়ে আশঙ্কায় ছিলো টটেনহাম হটস্পার। তবে নতুন কোচ হোসে মরিনহো দায়িত্ব নেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই মাত্র ২ ম্যাচেই টেবিলের পাঁচ-এ নিয়ে আসেন টটেনহ্যাম দলটিকে।
৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১:৩০টায় দারুণ ফর্মে থাকা স্পার্সকে নিয়ে ওল্ড ট্রাফোর্ডে নিজের সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন মরিনহো। কিন্তু স্পার্সের হয়ে প্রথম হারের স্বাদটা মরিনহোকে গ্রহণ করতে হল সেই ওল্ড ট্রাফোর্ডেই।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতেই স্পার্সকে ব্যাকফুটে ঠেলে দেয় ইউনাইটেড। ৬ মিনিটেই দলকে লিড এনে দেন রাশফোর্ড। লিড নেওয়ার পর স্পার্সকে আরও চেপে ধরে ইউনাইটেড। মাঝমাঠে ইনজুরি কাটিয়ে ফিরেই সামর্থ্যের জানান দেন স্কট ম্যাকটমিনে।
তবে খেলার ৪২ মিনিটের মাথায় দুর্দান্ত এক টাচে গোল করে টটেনহ্যাম দলকে সমতায় ফেরান ড্যালে আলি। তবে সমতায় ফেরার স্বস্তি একেবারেই দীর্ঘস্থায়ী হয়নি ইউনাইটেডের। ৪৭ মিনিটে রাশফোর্ডকে ডিবক্সে ফেলে দিয়ে ইউনাইটেডকে পেনাল্টি উপহার দেন মুসা সিসোকো।
১২ গজ থেকে সোলশারের দলের লিড পুনরুদ্ধার করতে ভুল করেননি রাশফোর্ড। প্রথমার্ধের বাকিটা সময়ও আক্রমণ করে গেছে ইউনাইটেড, কিন্তু ব্যবধান আর বাড়ানো হয়নি।
মার্কাস রাশফোর্ডের জোড়া গোলে স্পার্সকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬-এ উঠে আসল ওলে গানার সোলশারের দল। ২০ পয়েন্ট নিয়ে ৮-এ চলে গেলো টটেনহাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।