ইউরো ২০২৪ এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ২ পরাশক্তি ইংল্যান্ড এবং স্পেন। রোববার রাতের বেলায় জার্মানির রাজধানী বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এ ধ্রুপদী লড়াই শুরু হবে। ফুটবল জগতের আগ্রহীরা সবাই আলোচনা শুরু করে দিয়েছে কার হাতে উঠতে পারে শিরোপা।
স্পেন যদি এবারের ইউরো জিততে পারে তাহলে সবথেকে বেশি ইউরো জেতার রেকর্ড হয়ে যাবে তাদের। আর ইংল্যান্ডের সামনে রয়েছে বড় ইতিহাস গড়ার সুযোগ। কেননা ইংল্যান্ড ফুটবল দল এর আগে কখনোই ইউরো শিরোপা জিততে পারেনি।
কাজেই প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ উপভোগ করতে চাইলে যেভাবেই হোক স্পেনকে হারাতে হবে ইংল্যান্ডের। এই ম্যাচে যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে পরপর দুটি ইউরোর ফাইনালে হারের দুঃখ নিয়ে জার্মানি ছাড়তে হবে সাউথগেটের শিষ্যদের।
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে এবারের ইংল্যান্ড দল চমৎকার পারফরম্যান্স পরিদর্শন করেছে। তারা সেমিফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে নিজেদের অবস্থান জানান দিয়েছে। ইংল্যান্ডের সমর্থকরা তাকিয়ে আছে যে বেলিংহ্যাম, হ্যারি কেন এবং বুকোয়া সাকার মত খেলোয়াড়রা কিছু একটা করে দেখাবে। কেউ অস্বীকার করতে পারবে না যে, এবারে ইউরোতে চোখের দেখায় সবথেকে চমৎকার ফুটবল খেলেছে স্পেন।
স্পেন এবার এত আক্রমণাত্নক ফুটবল খেলেছে যে যা শেষ কয়েক বছরে দেখা যায়নি। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে তারা ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। স্পেনের সমর্থকরা আশা করছেন যে, দানি অলমো, লামিনে ইয়ামাল ও রোদ্রির মতো খেলোয়াড়রা ইউরো ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইংল্যান্ড ১৯৬৬ সালের পর কোন আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি। স্পেন ২০১২ সালের পর আর ইউরোতে সফল হয়নি। কাজেই উভয় দলের জন্য এবারের ইউরো ফাইনাল বেশি গুরুত্বপূর্ণ। জমজমাট একটি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.