আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুনে এক ব্যক্তি নিহত ও আটজন দগ্ধ হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
আইকিউওএক্সই নামের এ কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্পেনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, এতে বিষাক্ত কোন পদার্থ আশপাশের এলাকায় সনাক্ত করা যায়নি।