স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকা, যা আগে ছিল ৪ হাজার ৯৮১ টাকা। অর্থাৎ, প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ২২৪ টাকা।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হচ্ছে।
নতুন মূল্য অনুযায়ী—
২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা (বৃদ্ধি ১,১৬৭ টাকা)
১৮ ক্যারেটের এক ভরি ৫ হাজার ৭৪ টাকা (বৃদ্ধি ১,০০৩ টাকা)
সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকা (বৃদ্ধি ৭৪৬ টাকা)
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে রুপার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৮ অক্টোবর সর্বশেষ রুপার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট রুপার ভরি ছিল ৪ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুস আরও জানিয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।