জুমবাংলা ডেস্ক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে গতকাল ( ২৮ মে) সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট (SV804) যোগে আগত এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুনের (বাংলাদেশি পাসপোর্ট নং -A00025287) দেহ তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ১১ টি স্বর্ণের বার, ৬ টি র- গোল্ডের চুড়ি ও ১টি চেইনসহ প্রায় ১ হাজার ৯৭৯ গ্রাম র-গোল্ড উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের সময় বিভিন্ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ কাস্টমস এবং বিমানবন্দর এপিবিএনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটককৃত ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে।
বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে অন্যান্য সংস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।