স্বল্পমূল্যে পাবেন Moto’র নতুন 5G ফোন, লঞ্চের আগে প্রকাশ হল দাম

Moto G35 5G

মোটোরোলা এর নতুন বাজেট ফোন Moto G35 5G আগামী সপ্তাহ 10 ডিসেম্বর লঞ্চ করা হবে। আপকামিং মোটো জি35 5জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে। কোম্পানি লঞ্চের আগেই আপকামিং ফোনের প্রাইস রেঞ্জ টিজ করেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং মোটো জি85 5জি ফোনের স্পেসিফিকেশন এবং দাম কেমন হবে।

Moto G35 5G

Moto G35 5G ফোনের দাম কত হবে

ফ্লিপকার্ট সাইট থেকে জানা গেছে বাজারে মোটো জি35 5জি ফোনের দাম 10,000 টাকার আশেপাশে হবে। আসলে ইউরোপিয়ান মার্কেটে মোটোরোলা ডিভাইসটি 199 ইউরো (প্রায় 19,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এখন জানা গেছে যে ভারতীয় বাজারে এই ফোনের দাম 10 হাজার রাখা হবে।

পুরনো ডিভাইস মোটো জি34 ভারতীয় বাজারে 10,999 টাকার শুরু দামে লঞ্চ হয়েছিল। এটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ আনা হয়েছে। আশা করা হচ্ছে যে 10,000 টাকার কম দামে মোটো জি35 5জি অফারের আওতায় আসতে পারে।

মোটো জি35 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনে 6.7-ইঞ্চির 120Hz FHD+ ডিসপ্লে হবে।

প্রসেসর: আপকামিং মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 চিপসেটে কাজ করবে।

RAM এবং স্টোরেজ: ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটো জি35 5জি ফোনে 50MP মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি হবে যা 20W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ আসবে।

অপারেটিং সিস্টাম: মোটো জি35 5জি ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিংয়ে কাজ করবে।