বিনোদন ডেস্ক : আরজিকরের নির্যাতিত তরুণীর খুন ও ধর্ষণের পর ২৩ দিন অতিক্রান্ত হয়েছে। এখনো তদন্তের গতিপথ স্পষ্ট নয় আমজনতার কাছে। এর প্রতিবাদে রবিবার বেলা ৩টা নাগাদ শুরু হয় গণমিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পা মেলাতে দেখা যায় সমাজের সব শ্রেণিপেশার মানুষকে। বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও ছিলেন এ মিছিলে। আরও ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও সোহিনী।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সন্ধ্যায় সেখানে অবস্থান করে চলে বিক্ষোভ, স্লোগান। রাত গড়াতেই জানা গেল, ‘রাত দখল’-এর সিদ্ধান্ত নিয়েছে— ‘আমরা তিলোত্তমা’।
ধর্মতলায় ধর্নায় বসছেন সোহিনী, দেবলীনা, স্বস্তিকারা। জনসাধারণের সঙ্গে রাত জাগবেন টালিউডের তারকারাও। বক্তব্য পেশ, গানের সুরে সুর মেলানো আর নাচের মাধ্যমে চলছিল প্রতিবাদ। আচমকাই ধর্নামঞ্চে তাণ্ডব দেখালো এক মদপানরত যুবক।
যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা, সেখানেই ঢুকে পড়ে অসভ্য আচরণ করেন এ যুবক। বিশেষ করে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে তিনি। তবে গেরুয়া রঙের টি-শার্ট পরা বছর ৩৫-এর ওই যুবকের পরিচয় জানা যায়নি। ধর্নামঞ্চে থাকা পুরুষরা তাকে ধরে ফেলেন এবং উপস্থিত হয় পুলিশও। উত্তেজিত জনতা তাকে মারতে উদ্যত হলে কোনোরকমে তাকে পুলিশ ভ্যানে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন থানায় নিয়ে গেছে কলকাতা পুলিশ তা এখনো স্পষ্ট নয়।
মেয়েদের সুরক্ষা নিয়ে যে মিছিল, যে ধর্না— সেখানেই এমন কাণ্ডে হতবাক সবাই। মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা রিমঝিমও এ দলে রয়েছেন। সবার মুখে একটাই স্বর— ‘শেষ না দেখে ছাড়ব না’।
পরিচালক বিরসা দাশগুপ্ত সংবাদমাধ্যমকে জানান, পাঁচ দফা দাবিতে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু শিক্ষা দপ্তর এবং পরিবহণ মন্ত্রণালয়কে ইমেল করা হয়েছে ‘আমরা তিলোত্তমা’র তরফে। জবাব না মিললে উঠবেন না কেউ।
আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। সিবিআই বন্ধ খামে সুপ্রিম কোর্টকে কী জানাবে, সেদিকে তাকিয়ে সবাই। মিছিলে হাঁটতে হাঁটতে এদিন সবার অঙ্গীকার— ‘৫ সেপ্টেম্বরের অপেক্ষা। তার মধ্যে জবাব মিললে ভালো, নইলে প্রয়োজনে আরও বড় আন্দোলন।’ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে মমতা সরকারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।