নিহত গৃহবধূ সোমার পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে হরিপুর গ্রামের গোলাম রব্বানীর মেয়ে সোমার বিয়ে হয় একই গ্রামের রহমত আলীর ছেলে আল আমিনের সাথে। ঘরে তাদের একটি মেয়ে (৪) ও একটি ছেলে (দেড় বছর) রয়েছে। আল আমিন পূর্ব থেকেই জুয়ার আসক্ত ছিল। সম্প্রতি কয়েক দিনে প্রায় দেড় লক্ষ টাকা জুয়া খেলে লোকসান দেয়। ঘটনার দিনও সকাল থেকে জুয়া খেলে দুপুরে বাড়ী এসে স্ত্রী সোমার সাথে ঝগড়া বাধায়। সোমা স্বামীকে শাসন না করতে পারলেও নিষেধ টুকুও করতে পারত না। স্বামীকে দু চার কথা বলতে না বলতেই স্বামী আল আমিন সোমাকে গলা টিপে ধরলে সাথে সাথে সোমা মৃত্যুর কোলে ঢোলে পড়ে। পরে সোমার মুখে বিষ ঢেলে দিয়ে আল আমিন বাড়ী থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে বিষয়টি বাড়ীর অন্যান্য লোকদের নজরে এলে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ মজিদ নিহতের ঘটনাটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।