জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। স্বামীর জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন শুরুর জন্য অভিনন্দন স্বামী। তুমি সবসময় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছ। আমি সশরীরে থাকতে না পারলেও, আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ, ঘরের ছেলেকে এত ভালোবাসা আর সম্মান দেওয়ার জন্য।’
রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পেয়েছেন ৫৯৭৩ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।