বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সেরা ও সুখী দম্পতি অজয় দেবগণ ও কাজল। ২০ বছরের সংসার তাদের। দুই ছেলে-মেয়ে নিয়ে আদর্শ সংসার এই দম্পতির। কাজের ব্যস্ততার পাশাপাশি সংসারটাকেও সুন্দরভাবে আগলে রেখেছেন কাজল।
তবে অভিনেত্রীর দাবি, স্বামী অজয় নন বরং অন্য কারও সঙ্গে বেশি বিবাহিত তিনি। তিন দশকের ঝলমলে ক্যারিয়ারে কাজলের। একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবনেও কোথাও কোনো আলোচনা-সমালোচনার অবকাশ নেই।
বলিউডি সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজারো জল্পনার ভিড়ে অজয়-কাজল দম্পতিকে নিয়ে কোনো গুজব বা চর্চাও নেই তেমন। তাহলে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন কাজল? তবে কি ভাঙন ধরছে ২০ বছরের সংসারে?
আসলে তেমন কিছুই নয়। রবিবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন কাজল। আজ তার শাশুড়ি বীণা দেবগণের জন্মদিন। তাই শাশুড়ির সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন। সেখানে চওড়া সোনালি পাড় সাদা শাড়িতে ঝলমলে তিনি।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাশুড়ির উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, ‘কোনো পুরুষকে বিয়ে করা মানে শুধু তার সঙ্গে গাঁটছড়া বাঁধা নয়, তার গোটা পরিবারের সঙ্গেই জড়িয়ে যাওয়া। সেই মানুষটার জন্য অঢেল শুভেচ্ছা রইল, যিনি সব সময়ে আমার পাশে থেকেছেন। এতটাই যে, বহু বার মনে হয়েছে, স্বামী নন, আমি তার সঙ্গেই বেশি বিবাহিত। সেই অসামান্য মহিলা, আমার শাশুড়ি বীণা দেবগণের জন্মদিন খুব ভালো কাটুক।’
সকাল সকাল কাজলেল এমন মিষ্টি পোস্টে অনুরাগীরাও আত্মহারা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কাজলের সঙ্গে বীণার এমন গলায় গলায় সম্পর্কের কথা আগে অজয়ও বলেছেন।
অতীতে এক টিভি শো-তে গিয়েছিলেন তারকা দম্পতি। সেখানেই সঞ্চালক করণ জোহরকে অজয় বলেন, ‘আমার মা আমার চেয়ে কাজলের সঙ্গেই বেশি নিরাপদ বোধ করে। আমার বউও তার শাশুড়ির সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসে।’ বীণার জন্মদিনের পার্টিতে কাজলের দেদার আনন্দ করার গল্পও শুনিয়েছিলেন অজয়।
বলিউড নায়িকা হিসেবে খ্যাতির শিখরে থাকাকালীনই আচমকা অজয়কে বিয়ে করেন কাজল। বছর দুয়েক বাদে মেয়ে নায়সার জন্মের পর বহু কাল পর্দা থেকে দূরেও ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। নায়সা এখন ১৮ বছরের তরুণী।
কাজল-অজয়ের ছেলে যুগের বয়স ১১ বছর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেত্রীকে শেষ বার পর্দায় দেখা গেছে ২০২১ সালে, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবি ‘ত্রিভঙ্গ’-এ। তার আগে বড় পর্দায় অজয়ের সঙ্গেই অভিনয় করেছিলেন ‘তানহাজি’ ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।