বিনোদন ডেস্ক : ১৬ সেপ্টেম্বর, সোমবার নিজের ২৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। নিকের জন্মদিন আর সেটাকে প্রিয়াঙ্কা ‘স্পেশাল’ করে তুলবেন না তা কি হয়?
স্বামী নিক জোনাসের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে নিকের সঙ্গে ক্যামেরাবন্দি হওয়া অদেখা, কিছু সুন্দর মুহূর্ত দিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিগি চপস। ভিডিওতে নিকের সঙ্গে কখনও প্রিয়াঙ্কাকে, কখনও আবার মধু চোপড়াকে (প্রিয়াঙ্কার মা) দেখা গেছে। আবার কখনও নিকের ঠোঁটে গভীর চুম্বন এঁকে দিতে দেখা গেছে দেশি গার্লকে।
ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন,”আমার জীবনের আলো, তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আগের দিনের থেকেও আরও ভালো হয়ে থাকে। তুমি পৃথিবীর সব আনন্দটুকু পাওয়ার যোগ্যতা রাখো। আমার দেখা সবথেকে বেশি গর্জিয়াস মানুষ। আমার হওয়ার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন জান।”
এদিকে ভাই নিক জোনাসের একটি ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দাদা জো জোনাস।
প্রসঙ্গত, জন্মদিনের কিছুদিন আগই নিকের বয়স ২৭ বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছিলেন দেশি গার্ল। নিকের ২৬ বছর বয়সেই তাঁর বয়স ২৭ বলে উল্লেখ করেছিলেন পিগি চপস। তাঁর ভুল অবশ্য শুধরে দিয়েছিলেন নেটিজেনরাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।