রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগিশেরপাড় গ্রামে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কলি আক্তার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের শাহিন বেপারীর স্ত্রী।
কলি আক্তারের স্বজনরা জানান, ৪ মাস আগে উপজেলার বাগিশেরপাড় গ্রামের কামাল বেপারীর কন্যা কলি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ইল্লা গ্রামের ইউপি সদস্য মান্নান বেপারীর ছেলে শাহিন বেপারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামী পছন্দ না হওয়ায় তাদের দাম্পত্য কলহ শুরু হয়।
এতে অভিমান করে কলি আক্তার বাবার বাড়ি বসে রবিবার রাত ৯টার দিকে কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় কলিকে উদ্ধার করে স্বজনরা রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।