জুমবাংলা ডেস্ক : রপ্তানি বাণিজ্যে যাতে করোনা মহামারির ধাক্কা না লাগে সেজন্য দেশের সব ধরনের পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রাখার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে ফের করোনার আক্রমণ শুরু হয়েছে। এর থেকে সুরক্ষা পেতে সরকার ১৮ দফা নির্দেশনা পালন করার নির্দেশ দিয়েছে। এটা সবাইকে মানতে হবে।
বুধবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরখানে দেশবন্ধু গ্রুপের সাউথইস্ট সুয়েটারস লিমিটেড এবং জিএম এ্যাপারেলস লিমিটেড এর কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।