জুমবাংলা ডেস্ক: অসুস্থতার কারণে বাসায় বিশ্রামে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। খবর ইউএনবি’র।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘ডিজি স্যার সামান্য অসুস্থ আছেন, বাসায় আছেন, এতটুকু জানি।’
আবুল কালাম আজাদ অফিসে না আসায় বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে যে উনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাসায় আইসোলেশনে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়েছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তারা স্পষ্টভাবে কিছু বলতে পারেননি।
এদিকে, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাণঘাতী এ ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। সেই সাথে আরও ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।