জুমবাংলা ডেস্ক : স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ।
রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্ন্যান্স আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র’ সেমিনারে এসব বলেন তিনি। বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদও দেন।
এসময় ৭২ এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন।
জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষাকে বেশি গুরুত্ব দেবে : ডা. শফিকুর রহমান
সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে, তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।