Mobile বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনে শীর্ষ পাঁচ ব্র্যান্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে শীর্ষত্ব ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড স্যামসাং। দ্বিতীয় অবস্থানে থাকা চীনা ব্র্যান্ড হুয়াওয়ের সঙ্গে পাল্লা দিয়ে বেশ এগিয়েই রয়েছে স্যামসাং। জরিপ প্রতিষ্ঠান আইডিসি সম্প্রতি ২০১৮ সাল ও ২০১৯ সালের স্মার্টফোন বাজারের তুলনামূলক চিত্র উপস্থাপন করেছে। এতে দেখা যাচ্ছে,২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে স্মার্টফোন সরবরাহ কমেছে ২৬ লাখ ইউনিট। যেখানে ২০১৯ সালে মোট স্মার্টফোন সরবরাহ হয়েছে ১৩ কোটি ৭১ লাখ ইউনিট। ২০১৮ সালে যা ছিল ১৪ কোটি তিন লাখ ইউনিট। তবে স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে তিনটিই চীনের দখলে।

আইডিসির প্রতিবেদন মতে, গত বছর ২৯ কোটি ৬০ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে স্যামসাং যা ২০১৮ সালের তুলনায় ৬০ লাখ ইউনিট বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে সরবরাহ বেড়েছে ৪০ লাখ।

অন্যদিকে হুয়াওয়ে ২০১৮ সালে ২০ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ করে। এক বছর পর প্রতিষ্ঠানটি ২৪ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে। মার্কিন নিষেধাজ্ঞার পরও হুয়াওয়ের বিক্রি বৃদ্ধিতে অনেকেই বিস্মিত। তবে উল্লেখ করার মতো ঘটনা হচ্ছে, মার্কিন ব্র্যান্ড অ্যাপলের সরবরাহে ভাটা পড়েছে। ২০১৮ সালে কোম্পানিটি ২০ কোটি ৯০ লাখ ইউনিট আইফোন সরবরাহ করলেও ২০১৯ সালে তা ১৯ কোটি ১০ লাখে নেমে এসেছে। হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ড শাওমি এবং অপোর সরবরাহও তুলনামূলক বেড়েছে। ২০১৮ সালে শাওমি ১১ কোটি ৯০ লাখ ইউনিট এবং অপো ১১ কোটি ৩০ লাখ ইউনিট স্মার্টফোন বিশ্ববাজারে ছাড়লেও ২০১৯ সালে যথাক্রমে ১২ কোটি ৬০ লাখ ইউনিট এবং ১১ কোটি ৪০ লাখ ইউনিট হ্যান্ডসেট বাজারে দিয়েছে।


আরও পড়ুন

করোনা মোকাবেলায় সম্পদের ২৮ শতাংশ দান করলেন টুইটারের সিইও

Sabina Sami

পৃথিবীর মানুষ চাঁদের অনন্য এক রুপ দেখল

globalgeek

যুগলদের জন্য এলো ফেসবুকের নতুন অ্যাপ

Saiful Islam

লকডাউনে ভূপৃষ্টের ওপর চাপ কমায় কমে গেছে পৃথিবীর কাঁপুনি

Sabina Sami

করোনাভাইরাসের ভীতি পাল্টে দিচ্ছে মানুষের মনোজগত

Sabina Sami

বছরের সবচেয়ে বড় ও সুপার পিংক মুন দেখা যাবে বুধবার

Sabina Sami