বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বহুদিন ধরেই ভারতের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি 5G ডেটা পরিষেবার কথা বলে আসছে এবং কোনো কোনো সার্ভিস প্রভাইডার তো গত বছরেই তাদের 5G পরিষেবা দেওয়া শুরু করেও দিয়েছে। ইতিমধ্যেই 5G পরিষেবার সুবিধা লাভ করছেন বহু ভারতীয়। এবার এই পরিষেবার সুবিধা আনলো ভারতের অন্যতম দুই বৃহত্তম টেলিকম কোম্পানি, Airtel এবং Jio.
তবে, আপনি কী করে এই সুবিধা পাবেন? আজকের প্রতিবেদনে সেই তথ্যই বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তবে সবার আগে মনে রাখতে হবে আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করেন সেটি যেন 5G ডেটা কানেকশন ব্যবহার করতে পারে, এটি মাথায় রাখতে হবে। তবে এর জন্য আপনাকে নতুন সিম কার্ড কিনতে হবে না। আপনারা 4G সিম কার্ডটিকেই আপনি 5G তে রূপান্তর বা আপডেট করে নিতে পারবেন।
Jio নিজের 5g র সুবিধা প্রদানের জন্য বেশ কিছু স্মার্টফোনের নাম প্রস্তাব করেছে, যেগুলিতে খুব ভালো মতন তাদের সার্ভিসের লাভ পাওয়া যাবে। এইসব ফোনগুলির মধ্যে আছে, OnePlus, Samsung, Oppo-এর স্মার্টফোনগুলি এবং বর্তমানে Jio সিমের ট্রায়ালের জন্য গ্রাহকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। জানা গিয়েছে, বেশ কিছু ভাগ্যবান গ্রাহক এই সুবিধা লাভ করতে পারবেন।
তবে কোম্পানি সূত্রে বলা হয়েছে ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে তারা তাদের 5G সার্ভিস সকলের জন্য আনতে চলেছেন। এর মাধ্যমে গ্রাহক 1Gbps স্পিডের পাশাপাশি আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। এছাড়াও যেসব এলাকায় Jio র 5G টাওয়ার আছে, সেখানের Jio ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের মোবাইল সেন্টিংসে গিয়ে যদি ফোনটিকে 5G তে আপডেট করতে চান করতে পারেন।
Airtel পরিষেবার ক্ষেত্রে জেনে রাখা দরকার যে এটি দেশর ২২ টি শহরে এখন উপলব্ধ। এবং আপনার স্মার্টফোনে Airtel এর 5g র সুবিধা লাভ করতে Airtel Thanks app টি ব্যবহার করা উচিৎ। Airtel এর 5g পরিষেবা চালু করতেও Jio র মতোই প্রথমে সেটিংস তারপর মোবাইল নেটওয়ার্ক সেটিংস এবং সেখান থেকে 2G/ 3G/ 4G/ 5G বেছে নিতে হবে। 5G পরিষেবা চালু হলে ফোনে নিজে থেকেই একটি লোগো আসবে এবং আপনার 5G পরিষেবা চালু হয়ে যাবে।
তবে এখনো পর্যন্ত VI নিজেদের 5G সার্ভিস এখনো শুরু করেনি। এসবের পাশাপাশি iPhone এও পাওয়া 5g র সুবিধা। iPhone 12, 13 এবং 14 এ 5g র সুবিধা দেওয়া হয়েছে এবং গ্রাহকরা এতে শুধু Jio বা Airtel এর 5G পরিষেবার সুবিধাই আপাতত পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।