ডিজেআই কোম্পানি হাই কোয়ালিটির ড্রোন নির্মাণ করার জন্য বিখ্যাত। তাদের জনপ্রিয় ম্যাভিক থ্রি ড্রোনের ক্লাসিক ভার্সন নভেম্বরের ২ তারিখে বিশ্বব্যাপী রিলিজ পেতে যাচ্ছে। ওই সময়ে ম্যাভিক থ্রি মার্কেটে সবথেকে বেশি বিক্রি হয়েছিল।
বাজারে আসতে যাওয়া ক্যামেরা লেন্সে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এ ড্রোনে কোন টেলিফটো লেন্স থাকবে না। কম দামে ভালো মানের ড্রোন মার্কেটে আসতে যাওয়ায় এটি বেশ জনপ্রিয়তা পাবে।
ডিজেআই এর ম্যাভিক সিরিজ এর ড্রোন তার কোয়ালিটির জন্য বিখ্যাত। যদি এটি কম দামে মার্কেটে রিলিজ পায় তাহলে বিক্রি হওয়ার সেরা ড্রোনের তালিকায় এটি স্থান পাবে।
এখানে ২০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে যার লেন্স অনেক বড়। রাতের বেলা ও অন্ধকারে এটি সুস্পষ্ট ছবি তুলতে সক্ষম। ইমেজ স্ট্যাবালিজেশনের ফিচারও এ ড্রোনে দেওয়া হয়েছে।
আপনি চাহিদা অনুযায়ী ইচ্ছামত অ্যাপাচার সেট করতে পারবেন। প্রথমে যখন ম্যাভিক থ্রি ড্রোনটি রিলিজ করা হয়েছিল সেটি অনেক ব্যয়বহুল ছিল। কাজেই যারা পেশাদার ব্যক্তিত্ব ও অর্থনৈতিকভাবে শক্তিশালী তারাই এটি ক্রয় করেছিল।
তবে ক্লাসিক এডিশনের ড্রোনটি আপনি ১৪০০ ডলারের মধ্যেই ক্রয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে নিজের স্মার্টফোনের মাধ্যমে এ ড্রোন কন্ট্রোল করা সম্ভব হবে। আপনি রিমোটের মাধ্যমেও ড্রোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফির জন্যও ড্রোনটি ভালো হবে। ম্যাভিক থ্রি ক্লাসিক এডিশনের ড্রোনটি গেম চেঞ্জার হতে পারবে কিনা তা জানার জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
নভেম্বরের ২ তারিখে তারা এক্সপ্লোরার ভিভিড নামে একটি বড় ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। সেখানেই এ ড্রোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। জানা গেছে যে ড্রোনটি HDR ফরম্যাট এর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।