আন্তর্জাতিক ডেস্ক : একটি হোটেলে ঢুকে তড়িঘড়ি করে স্যান্ডউইচের অর্ডার করেছিলেন এক ব্যক্তি। তিনি বোধ হয় ভীষণ ক্ষুধার্তই ছিলেন। আর সময় মতো স্যান্ডউইচ দিতে না পারায় ঘটল বিপত্তি। সরাসরি হোটেলের ওয়েটারকে গুলি করেই বসলেন ক্ষুধার্ত ওই ব্যক্তি।
শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এমনই এক ঘটনা ঘটেছে। গুলির পরই ওয়েটারকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কাঁধে গুলি লেগে গুরুতর জখম হওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরই খুনি পালিয়ে যায়। তাকে খুঁজছে পুলিশ।
হোটেলে ওই ওয়েটারের সহকর্মীরা জানিয়েছেন, অর্ডার দেয়া স্যান্ডেউইচ প্রস্তুত হতে সময় লেগেছিল। এ কারণে ওই ব্যক্তি ভীষণ ক্ষুব্ধ হয়ে তার পিস্তল দিয়ে গুলি চালান।
এ ঘটনা প্রসঙ্গে দেশটির এক নারী সেখানকার একটি গণমাধ্যমে জানিয়েছেন, বিষয়টি সত্যিই খুব দুঃখজনক। কয়েকমাস আগে হোটেলটি চালু হয়েছিল। হোটেলের পরিবেশ বেশ নিরিবিলি এবং সেখানে কোনো সমস্যা ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।