ক্যারিয়ার জুড়েই ঘরোয়া আসর কিংবা ফ্যাঞ্চাইজি লিগে দেশের অন্যতম সেরা পারফর্মার সাঞ্জু স্যামসন। অথচ জাতীয় দলে নিজের জায়গাটা কখনো পাকা করতে পারেননি। চলমান আইপিএলে ব্যাট হাতে রীতিমতো উড়ছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। তাতে আরও একবার জায়গা মিলেছে জাতীয় দলে। সেটাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে।
আইপিএলে এখন পর্যন্ত ১১ ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরিতে আসরের তৃতীয় সর্বোচ্চ ৪৭১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬৩.৫৪ এবং গড় ৬৭.২৯। প্রথমবার ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
যদিও বিশ্বকাপ একাদশে তার জায়গা অনিশ্চিত। এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন ঋষভ পান্তও। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইনজুরিতে পড়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা পান্ত ফিরেছেন এই আইপিএল দিয়েই। তিন হাফ সেঞ্চুরিতে এখন পর্যন্ত ৪১৩ রান করেছেন এই উইকেটরক্ষক। মূলত তাকেই প্রথম পছন্দের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দেখছে ভারত।
এদিকে আইপিএলে ছন্দে থাকা স্যামসনকে নিয়ে আশায় বুক বাঁধছেন সাঙ্গাকারা, ‘তারা কীভাবে দলের কম্বিনেশন দেখেন, এটা আসলে রাহুল দ্রাবিড় ও রোহিত শার্মার ওপর নির্ভর করে। তবে সে (স্যামসন) তার দাবি জানিয়ে রেখেছে। আশা করি, বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটবে তার।’
‘সে বিশেষ একজন ক্রিকেটার। যখন সে সতেজ ও মনোযোগী থাকে, এমন কিছু নেই যে সে করতে পারে না। নম্র ও মাটিতে পা রাখা মানুষ সে…সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা দেখা যায় না। সে গোপনীয়তা পছন্দ করে, দলের বাকিদের যত্ন নেয়। প্রতিভা ও দক্ষতার পাশাপাশি এগুলোও দারুণ গুণাবলী। আমি মনে করি, বিশ্বকাপে ভারত দলের অসাধারণ একজন হবে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।