স্যামসাংকে টেক্কা দিতে আকর্ষণীয় দামে বিশ্বব্যাপী রিলিজ হতে পারে Oppo Find N Fold এবং Flip স্মার্টফোন

অপো Find N Fold এবং Flip

অপো এর প্রথম ফোল্ডেবল ডিভাইস Find N খুবই দুর্দান্ত পারফর্ম করেছিল। তবে দুর্ভাগ্যবশত এটি চীনের বাইরে রিলিজ করা হয়নি। তবে বর্তমানে অপো হয়তো ভিন্ন পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে।

অপো দুইটি ভাঁজযোগ্য স্মার্টফোন আগামী সপ্তাহে লঞ্চ করতে যাচ্ছে। একটি Find N Fold এবং অন্যটি Find N Flip স্মার্টফোন। ইউরোপীয় ইউনিয়নের মেধা সম্পত্তির অফিসের ট্রেডমার্ক সংগ্রহ করেছে অপো।

ধারণা করা হচ্ছে স্মার্টফোনটি স্যমস্নাগ এর সদ্য রিলিজ হওয়া Z Fold 4 হ্যান্ডসেটের সাথে প্রতিযোগিতা করবে। আর অপোর ফ্লিপ হ্যান্ডসেটটি Samsung Galalxy Z Flip 4 এর যোগ্য প্রতিদ্বন্দী হিসেবে মার্কেটে আবির্ভূত হবে।

অপো এর উভয় ডিভাইস স্যামসাং এর মতোই কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা পরিচালিত হবে। চীনে অপো এর Find N স্মার্টফোনটি বেশ কম দামে বিক্রি হয়েছিল। অপো এখনো একই কৌশল প্রয়োগ করবে কিনা সেটা নিশ্চিত নয়।

অপো যদি তাদের বর্তমান ফোল্ডেবল স্মার্টফোন যদি চীনের বাইরে বিশ্বব্যাপী রিলিজ করে এবং কম দামে বিক্রি করতে সক্ষম হয় তাহলে স্যামসাংয়ের সাথে তীব্র প্রতিযোগিতায় অপো ভালোভাবেই টিকে থাকবে।

এই ২টি স্মার্টফোন বাজারে আসলে বাংলাদেশে দাম হতে পারে ১ লাখ টাকার কাছাকাছি আর ভারতে ৮৪ হাজার রুপি।