বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চলতি বছর বা আগামী বছরের মাঝামাঝি সময়ে বাজারে গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট আনতে পারে স্যামসাং (Samsung)। এ লক্ষ্যে ভারতের বৃহত্তর নয়ডার কারখানায় স্মার্টফোন দুটির উৎপাদন শুরু করেছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
গ্যালাক্সি এ৫২ ফাইভজির মতো নতুন স্মার্টফোনগুলোতে কোয়াড ক্যামেরা থাকবে বলে জানা গেছে। প্রাথমিক হিসেবে ৫০ মেগাপিক্সেলের লেন্স থাকতে পারে। সংশ্লিষ্টরা জানান, গ্যালাক্সি এ১৩ ফাইভজির দাম ২৫০ ডলার হতে পারে। যদিও এর ফোরজি সংস্করণটির দাম তুলনামূলক কম হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোরজি স্মার্টফোনে ৬ দশমিক ৪৮ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকতে পারে। এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের সঙ্গে ৪ বা ৬ জিবি র্যাম দেয়া হতে পারে। এছাড়া স্মার্টফোনটিতে ৬৪ বা ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ব্যবস্থা থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি (Galaxy) এ১৩-এর নতুন ভ্যারিয়েন্টগুলোতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি যুক্ত থাকতে পারে। পাশাপাশি ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকতে পারে। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ডিভাইসটিতে চার্জ দেয়া যাবে। হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের জন্য এতে ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাকও থাকতে পারে বলে সূত্রে জানা গেছে।
ফোনের ডান দিকে স্পিকার গ্রিল, পাওয়ার ও ভলিউম বাটন রয়েছে।
Samsung Galaxy A13 5G: স্যামসাং এর সস্তা 5জি ফোন গ্যালাক্সি এ১৩ ৫জি
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.