স্যামসাং ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ এর আগমন নিয়ে প্রযুক্তির দুনিয়ায় বেশ আলোচনা হচ্ছে। android 15 সিস্টেমে ইনোভেটিভ জেমিনাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। তাছাড়া স্ক্যাম শনাক্তকরণের সক্ষমতা দেওয়া থাকবে।
এ বছরের জুন মাসে samsung ডিভাইসের গ্রাহকরা android 15 এর অফিসিয়াল আপডেট হওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারেন। তবে ধারণা করা হচ্ছে যে ২০২৪ সালের অক্টোবরে গুগল পিক্সেল নাইন লঞ্চ করা হবে।
ঠিক একই সময় আবার স্যামসাং গ্রাহকরা আপডেট পাওয়ার ব্যাপারে প্রত্যাশা করতে পারে বলে শোনা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য যে সকল স্যামসাং মডেল উপযুক্ত তাদের তালিকা নিচে দেওয়া হয়েছে।
- Samsung Galaxy A15 (both the 4G and 5G handsets)
- Samsung Galaxy A24 (4G)
- Samsung Galaxy A25
- Samsung Galaxy A35
- Samsung Galaxy A55
- Samsung Galaxy F14
- Samsung Galaxy F15
- Samsung Galaxy F34
- Samsung Galaxy F54
- Samsung Galaxy M15
- Samsung Galaxy M34 (5G)
- Samsung Galaxy M44 (5G)
- Samsung Galaxy M54
অ্যান্ড্রয়েড ১৩ সহকারে যে সকল ডিভাইস লঞ্চ করা হয়েছে তারা সর্বশেষ আপডেট পেয়ে যাবেন। Samsung Galaxy S23 series এবং Samsung Galaxy Z Flip 3 ডিভাইস ব্যবহারকারীদের জন্য রয়েছে সুসংবাদ। তারাও আপডেট পেতে পারেন।
samsung এখনো পর্যন্ত android 15 সিস্টেমের কোন পাবলিক বিটা ভার্সন পাবলিশ করেনি। পাবলিক বিটা ভার্সন অ্যাক্সেস নিয়ে যেকোনো সময় আপডেট চলে আসতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।