স্যামসাং থেকে রেডমি, ১০ হাজারের বাজেটে বাজারের সেরা যত ফোন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনেকদিন ধরেই একটি স্মার্টফোন (Smartphones) কেনার প্ল্য়ান করছেন। কোন ফোনটি কিনবেন তাও বুঝতে পারছেন না। আবার এদিকে পকেটেও টান আছে। চাইছেন কম বাজেটের (Low Budget) একটি ফোন কিনতে। ভাবছেন এমন ফোন বাজারে আদৌও আছে কি-না। তবে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আপনাকে কম দামের এমন কিছু ফোনের সম্পর্কে জানানো হবে, যে সব ফোনে আপনি কম দামে অনেক ভাল ফিচার (Amazing Features) পাবেন। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনতে চান, তাহলেও তা করতে পারেন। আপনি মাত্র ভারতীয় মুদ্রায় 10,000 টাকায় Samsung , Realme এবং Redmi- এর মতো ব্র্যান্ডের ফোন কিনতে পারেন ৷ আসুন জেনে নেওয়া যাক, এই দামে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন।
Realme Narzo 10A
আপনি কম বাজেটে Realme এর Realme Narzo 10A কিনতে পারেন। আপনি যদি এই ফোনটি অনলাইনে কেনেন, তাহলে এর দাম প্রায় ভারতীয় মুদ্রায় 8,490 টাকা। এই Realme ডিভাইসটিতে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আপনি বিভিন্ন অফারের মাধ্য়মে ফোনটি আরও একটু কম দামে কিনতে পারবেন।
Redmi 8
যদি বাজেট মাত্র 10 হাজার টাকার কাছাকাছি হয়, তাহলে আপনি Redmi এর Redmi 8 মডেলটিও চেক করতে পারেন। Redmi 8 এর দাম ভারতীয় মুদ্রায় 9,999 টাকা। তবে অনলাইন শপিংয়ে ব্যাঙ্ক অফারে এই ফোনটি আরও কিছু ছাড়ে কেনা যাবে। ডিভাইসটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে।
Vivo Y16
আপনি কম বাজেটে Vivo-এর Vivo Y16 স্মার্টফোনও কিনতে পারেন। আপনি যদি এই স্মার্টফোনটি অনলাইনে কেনেন, তাহলে এর দাম পড়বে ভারতীয় মুদ্রায় 10,499 টাকা। এই Vivo ডিভাইসটি 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে। অনলাইনে বিভিন্ন অফারের মাধ্য়মে আপনি ফোনটি আরও কমে কিনতে পারবেন।
SAMSUNG Galaxy F04
আপনি যদি কম দামে একটি দুর্দান্ত স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আপনি Samsung এর SAMSUNG Galaxy F04ও কিনতে পারেন। দাম অনুযায়ী ফোনটিতে অনেক ফিচার দেওয়া হয়েছে। যা একটি বেশি বাজেটের ফোনে থাকে। আপনি এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে ভারতীয় মুদ্রায় 9,499 টাকায় কিনতে পারবেন। এই Samsung ডিভাইসটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।