in

সড়কে একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু

জুমবাংলা ডেস্ক: ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাগলনাইয়া বাজারের জনি স্টোরের মালিক তাজুল ইসলামের ছেলে রনি (৩২) এবং বাঁশপাড়া গ্রামের ব্যবসায়ী মো. সেলিমের ছেলে রিক্সন (২৮)। নিহত দুজনই ব্যবসায়ী এবং বন্ধু।

ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গীর দর্জি জানান, দুপুর ১২টার দিকে মোটরসাইকেল করে রনি ও রিক্সন ছাগলনাইয়া থেকে চাঁদগাজীর দিকে যাচ্ছিলেন। তারা হিছাছড়া ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রনি মারা যান। রক্তাক্ত অবস্থায় রিক্সনকে উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পুলিশ ঘাতক ট্রাক জব্দ ও চালক মো. ফারুককে আটক করেছে।