আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এবং ২৯ জনকে আটক করেছে বলে রোববার পুলিশ জানিয়েছে। রয়টার্স।
হংকংয়ের কাউলুন উপদ্বীপের পূর্বে ঘনবসতিপূর্ণ কয়ুন টং শিল্পাঞ্চলে শনিবার সারারাত বিক্ষোভ চলে। বিক্ষোভে লোক সমাগম ঠেকাতে কয়ুন টংয়ের চারটি এমআরটি সাবওয়ে স্টেশন বন্ধ ছিল। কিন্তু তারপরও কয়েক হাজার লোক রাস্তায় এসে জড়ো হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মলোটোভ ককটেল ও ইট ছুড়ে মারে। বিক্ষোভকারীরা ওই এলাকার সিসি ক্যামেরা লাগানো ‘স্মার্ট’ ল্যাম্পপোস্টগুলো ভেঙে ফেলে। এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে। এসময় বিক্ষোভে অংশ নেয়া মানুষ বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়।
বিক্ষোভকারীরা ‘আমাকে গণতন্ত্র দাও অথবা মৃত্যু দাও’ দেয়ালে লেখে ও প্লাকার্ড হাতি নিয়ে বিক্ষোভ করেছে।
এর আগে এক বিবৃতিতে হংকং সরকার বলেছেন, ওই জায়গায় থাকা সকল নাগরিকের জন্য বিক্ষোভকারীরা ‘গুরুতর হুমকি’ হয়ে উঠেছে। বিক্ষোভাকারীদের বারবার সতর্ক করা হলেও তা কার্যকর হয়নি। এরপরই তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা কাঁদুনে গ্যাস ও হালকা বল প্রয়োগ করেছে।
হংকং বিমানবন্দরমুখি সড়ক ও রেল যোগাযোগে বিক্ষোভকারীরা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে নামলেও তাতে সফল হয়নি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel