জুমবাংলা ডেস্ক: আগামী বছর থেকে হজ করতে ইচ্ছুক ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।
ফরিদুল হক বলেন, সৌদি সরকারের সঙ্গে যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, তাতে বলা যায় আগামী বছর হয়তো পূর্ণ হজই হবে। ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার না-ও থাকতে পারে। এটা তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি।
প্রতিমন্ত্রী বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) মানুষ হজ করতে পারেননি। এরমধ্যে ৭ হাজার মানুষ রিপ্লেস করেছেন। আর বাকি ৩ হাজারের মধ্যে যিনি গেছেন তাকে হয়তো ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর হয়তো পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। এটা আমাদের জন্য ভালো।
এ সময় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু এবং নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.