বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের অনেক কিছুই করতে হয়। কিন্তু অভিনয় বা গল্পের প্রয়োজন ছাড়াই দুজন অভিনেত্রী মাথা ন্যাড়া করেছেন। এর কারণ কী?
অভিনেত্রী প্রসূন আজাদ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে মাথা ন্যাড়া করা একটি ছবি ফেইসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন: ‘ভাবলাম গরমকাল আসছে, আর বসন্ত এসে গেছে… তাই।’
এরপর ভক্তরা বিভিন্ন মন্তব্য করেন কমেন্ট বক্সে। মন্তব্য পড়ে বোঝা গেল নেটিজেনরা বিভ্রান্তিতে পড়েছেন। কেননা ইন্টারনেটে পাওয়া যায় অসংখ্য অ্যাপ। সেগুলো ব্যবহার করে ছবি ইচ্ছেমতো উপস্থাপন করা যায়।
ভক্তদের বিভ্রান্তি কাটাতে প্রসূনের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রসূন অবস্থান করছিলেন পুরান ঢাকার টিকাটুলিতে। ফোন পেয়েই হেসে ওঠেন। ন্যাড়া মাথার রহস্য জিজ্ঞেস করতেই সে হাসি দ্বিগুণ হলো। রহস্য বাড়িয়ে দিলেন। আসলেই মাথা ন্যাড়া করেছেন কিনা এ প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন। শেষ পর্যন্ত অবশ্য রহস্য ভেঙেছেন এই লাক্স তারকা। বললেন, ‘আমি আসলেই বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই ছবিটি পোস্ট করেছি। এর অন্য কোনো উদ্দেশ্য নেই। নেহায়েত মজা করার জন্য ছবিটি অ্যাপ দিয়ে বানিয়ে ফেইসবুকে আপ করেছি।’
এদিকে মডেল-অভিনেত্রী জিনাত কবির তিথিও সম্প্রতি মাথা ন্যাড়া করা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন: ক্লিন করে ফেললাম। তার কমেন্টস বক্সেও অসংখ্য মন্তব্য লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, নেহায়েত মজার ছলে অ্যাপস ব্যবহার করে কাজটি করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।