বিনোদন ডেস্ক : নিয়মিত নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন মিথিলা। এই সময় তাকে খবরের শিরোনামে পাওয়া যায় নাটক কিংবা টেলিছবির অভিনয়ের কারণেই। তবে এ খবরটি তার অভিনয়কে ঘিরে নয়। হঠাৎ করেই উগান্ডায় গিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
অনেকেই জানেন অভিনয়ের বাইরেও অন্য ক্যারিয়ার আছে মিথিলার। অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও কাজ করেন তিনি। বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত রয়েছেন এ অভিনেত্রী।
জানা গেলো, চাকরির অংশ হিসেবে সম্প্রতি আফ্রিকার দেশ উগান্ডা ও রুয়ান্ডা থেকে ঘুরে এসেছেন মিথিলা। এর আগে মিথিলা গিয়েছিলেন আফ্রিকার আরেকটি দেশ তানজানিয়ায়।
সম্প্রতি উগান্ডা ভ্রমণের সেই ছবি ফেসবুকে পোস্ট করে মিথিলা লিখেছেন, একই ফ্রেমে আমার জীবন ও কাজ। আফ্রিকার ওই দেশগুলোতে তোলা ছবিতে দেখা গেছে, উগান্ডা ও রুয়ান্ডায় শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছেন মিথিলা। শিশুরাও যেন মিথিলাকে পেয়ে বেশ খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


