বিনোদন ডেস্ক : অমিতাভ-শাহরুখ খান থেকে শুরু করে অনেক বলিউড তারকার মতো হুবহু চেহারা ও কণ্ঠের মানুষ প্রায়শই দেখা মেলে টিভি শো আর সোশ্যাল হ্যান্ডেলে। তবে এবার যেটি দেখা গেল সেটি নিশ্চিত ব্যতিক্রম। কারণ, এবার বলিউড বাদশাহ শাহরুখ খান এর রূপ ধারণ করে চমকে দিলেন একজন নারী!
সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই এক নারীর ভিডিও ভাইরাল হলো। সেখানে দেখা যাচ্ছে, এক নারী মেকআপের মাধ্যমে নিজের মুখ রূপান্তর ঘটালেন হুবহু শাহরুখ খানের আদলে। ‘মেকআপ ম্যাজিক’-এর মাধ্যমে ট্রান্সফরমেশন করলেন নিজের মুখ।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেলো, দিল্লির বাসিন্দা ওই নারী। নাম দিক্ষিতা। পেশায় তিনি রূপটান শিল্পী। তার পছন্দের অভিনেতা শাহরুখ খান। তাই রূপটানের সহায়তা নিয়ে নিজেকে শাহরুখের আদলে বদলে ফেলেছেন তিনি।
দিক্ষিতা জানান, শুধু শাহরুখ নয় আলিয়া ভাট থেকে শুরু করে বলিউডের একাধিক তারকার রূপ ধারণ করতে পানে তিনি। বদলে ফেলতে পারেন নিজের মুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।