Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মুর্শিদা বেগম জানান, বড় কালিহর গ্রামে আ. খালেকের স্ত্রী নুর জাহান বেগম, আব্দুল হাইয়ের স্ত্রী রহিমা বেগম ও আব্দুল কদ্দুসের স্ত্রী রাবিয়া খাতুনের ঘর ঝড়ে লন্ডভন্ড হয়েছে।
এছাড়া গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। স্টেশন রোড এলাকার স্থানীয় আলী হায়দার রবিন জানান, ঝড়ে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে গাভী শিমুল এলাকাসহ বিভিন্নস্থানে গাছপালার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় আমের মুকুলের অনেক ক্ষতি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।