স্পোর্টস ডেস্ক : উইকেটে তখন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানের ব্যাটে হার এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। টিভি স্ক্রিনে ধরা পড়লেন হসপিটালিটি বক্সে বসা তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজটা খেলতে পারেননি তিনি। কিছুক্ষণ পর মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেল। পরে জানা গেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকেই বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মাশরাফি।
যদিও সন্ধ্যায় জানতে চাইলে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সাবেক অধিনায়ক। মাশরাফি বলেছেন, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি গিয়েছি। আর এমন কিছু না।’ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতাই হয়তো পাপন-মাশরাফির আলোচনার বিষয় হতে পারে।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ইচ্ছা রয়েছে সাবেক এই অধিনায়কের, তবে এখনো প্রস্তুতি শুরু করেননি বলে জানান মাশরাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।