
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি পেসার উমর গুল সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামীতে কোচিং পেশায় নিজেকে জড়াতে চান বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্রাত্য এই পেসার। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ হবে খেলোয়াড় হিসেবে তার শেষ আসর। এরপরই অবসরে চলে যাবেন উমর গুল।
এর আগে ক্রিকেটার থাকাকালীনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় পিসিবিকে। এসব সমালোচনা এড়াতেই এবার পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।
পাকিস্তানের হয়ে ১৩০টি ওয়ানডে, ৪৭টি টেস্ট এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণে দীর্ঘদিন আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ বোলার ছিলেন উমর গুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



