বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। বর্তমানে চেন্নাইয়ের গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেয়া হয়েছে এ অভিনেতাকে। হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এ ছাড়া হার্ট সংক্রান্ত সমস্যার জন্য একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেয়া হবে। তারপর যাবতীয় পরীক্ষা করা হবে অভিনেতার। তবে বর্তমানে স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে তার। মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে রজনীকান্তকে।
এ অভিনেতা আসন্ন সিনেমা লোকেশ কানরাজের পরিচালনায় ‘কুলি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এর আগে প্রবীণ নির্মাতা এসপি মুথুরামন ও এভিএম সারাভানোর সঙ্গে দেখাও করেছেন। বৈঠকের সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।
প্রসঙ্গত, দক্ষিণী এ তারকা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’। দুই বছর পর সিনেমাটির মাধ্যমে পর্দায় ফিরেছিলেন তিনি। এটি মুক্তির পর বেশ ঝড় তুলেছিল বক্স অফিসে। আর বর্তমানে তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা তার। এর মধ্যে একটি ‘কুলি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।