হবিগঞ্জে চলতি বছর বিচারিক আদালতে ১৫১.৯১ শতাংশ মামলা নিস্পত্তি

জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্েেটর অধিনে করোনাকালে বিচারিক আদালতগুলোতে ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রেকর্ড ১৫১ দশমিক ৯১ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে।

হবিগঞ্জ২০২১ সালেরও নিস্পত্তির হার ১১৫ দশমিক ৩৭ শতাংশ। যেখানে ২০২০ সালের নিস্পত্তির হার ৮৩ দশমিক ৫২ শতাংশ। জানা গেছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ ২০২১ সালে যোগদানের পর থেকেই বাড়তে থাকে মামলা নিস্পত্তির সংখ্যা।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সম্প্রতি এই তথ্য জানানো হয়। কনফারেন্সে প্রাপ্ত তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেসি আদালতে ২০২২ সাল শুরু হয় ১৬ হাজার ১১১টি মামলা নিয়ে। তিনমাসে নতুন করে দায়ের ও প্রাপ্তি হয় ২ হাজার ৪৮৯টি। এই সময়ে নিস্পত্তি হয় ৩ হাজার ৭৬৯টি মামলা। ২০২১ সালে নিস্পত্তি হয় ১০ হাজার ৯০২টি এবং ২০২২ সালে নিস্পত্তি হয় ৬ হাজার ৩৩৪ টি মামলা। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্য ১৪ হাজার ৮২৩টি।

হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতিত্ব করেন- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম। কনফারেন্সে বিচারবৃন্দছাড়াও বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিনিধিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সে সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত মামলা নিস্পত্তি, দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করার উপর গুরুত্বারোপ করা হয়। সূত্র: বাসস