হলিউডের প্রখ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন

হলিউডের ডেভিড লিঞ্চ

মারা গেছেন মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। সামাজিক মাধ্যমে নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে লিঞ্চের বয়স হয়েছিল ৭৮ বছর।

হলিউডের ডেভিড লিঞ্চ

সামাজিক মাধ্যমে লিঞ্চের পরিবার তার মৃত্যুর খবর আনলেও গোপন রেখেছেন মৃত্যুর কারণ। তবে অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছিলেন লিঞ্চ। গত বছর আগস্টেই এ কথা জানিয়েছিলেন লিঞ্চ নিজেই। এ কারণেই কি লিঞ্চের মৃত্যু হয়েছে কি না, তাও অবশ্য স্পষ্ট নয়।

ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’

১৯৪৬ সালে জন্ম নেয়া মার্কিন এই নির্মাতা ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফেন্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্টসহ একাধিক জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি ছিল অন্যতম।

মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট

মন্টানার মিসুলায় জন্মগ্রহণকারী লিঞ্চ ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।