জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে এসেছে।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি আজ আদেশের জন্য কার্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে ১৩ জুন এ সব নথি দাখিলে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
আইনজীবী মামুনুর রশিদ রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র্র সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট নাহিদ সুলতানা যুথী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও বিপুল বাগমার। শুনানিতে যুক্ত হয়ে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।