Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হাইতির একটি এতিমখানায় আগুন লেগে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আরও অনেকে।
স্থানীয় প্রশাসন জানায়, রাজধানীর কেন্সকোফ এলাকায় একটি আবাসিক ভবনে থাকতো পরিবারহীন বেশ কয়েকজন শিশু। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসকর্মীরা। ভবনের ভেতর থেকে ১৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।