স্যামসাং গ্যালাক্সি, গুগল পিক্সেল এবং আইফোনের বিকল্প স্মার্টফোন হিসেবে ভিভো এক্স৯০ প্রো যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ডিসেম্বরের ৬ তারিখে স্মার্টফোনটি মার্কেটে রিলিজ পায়। স্মার্টফোনটির কিছু দুর্দান্ত ইতিবাচক দিক থাকার পরেও সফটওয়্যার ডিসিশন সহ নানা ক্ষেত্রে এটি পিছিয়ে পড়েছে।
স্মার্টফোনটির কিছু ইতিবাচক দিক
- দুর্দান্ত লো লাইট ক্যামেরা
- ফোরকে এবং ১০৮০পি রেজুলেশন এ ভিডিওগ্রাফি করার সক্ষমতা
- ওয়াটার রেজিস্ট্যান্ট
- ওয়ারলেস চার্জিং
- ব্রাইট ও ভিভিড ডিসপ্ল
- দুর্দান্ত লাউড স্পিকার
স্মার্টফোনটির নেতিবাচক দিক
- লং-রেঞ্জ জুম ক্যাপাবিলিটি ভালো না
- অতিরিক্ত ব্লট-ওয়্যার
- আপডেট সিস্টেমে সমস্যা
- মেইন ক্যামেরার ফোকাসিং উন্নত নয়
- অতিরিক্ত গরম হয়ে যায়
Vivo X90 Pro স্মার্টফোনটি যথেষ্ট শক্তিশালী এবং হাই-এন্ড স্মার্টফোন হিসেবে মার্কেটে রিলিজ করা হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ এর মত দুর্দান্ত চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। তবে সফটওয়্যার সংক্রান্ত কিছু ইস্যু এখানে লক্ষ্য করা গেছে।
তবে আপনি স্মার্টফোনটি ক্রয় করতে চাইলে যথেষ্ট চওড়া দামে ক্রয় করতে হবে। স্মার্টফোনের দাম ৮৩০ ইউরো। অর্থাৎ ভারতের মুদ্রা ৭১ হাজার রুপি এবং বাংলাদেশী মুদ্রায় ৯০ হাজার টাকা।
স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এটার রেজুলেশন হচ্ছে 1260 গুন 2800 পিক্সেল। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৫০.৩ মেগাপিক্সেল।
মূল ক্যামেরার অ্যাপাচার হচ্ছে ১.৮। স্মার্টফোনটিতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এটির এ্যাপচার হচ্ছে ২.৫। ৪৮৭০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাই-রেজুলেশন আলট্রা-ওয়াইড ক্যামেরা সহ চোখে পড়ার মত ফিচার এখানে যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।