স্পোর্টস ডেস্ক : প্রায় সাত দিন পার হয়ে গেছে। ওল্ড ট্র্যাফোর্ডে উইকেটের পিছনে দস্তানা হাতে তার হাই তোলার মুহূর্তের ছবি এখনও ট্রেন্ডিং নেট দুনিয়ায়। কিন্তু যার হাই তোলাকে কেন্দ্র করে এত কান্ড আর এত মিম, সেই পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ কিন্তু তার হাই তোলার ঘটনায় যথেষ্ট ইতিবাচক।
শুধু তাই নয়, সরফরাজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে হার কিংবা ফিটনেস সংক্রান্ত ইস্যুতে বিন্দুমাত্র বিচলিত নন। বরং দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে তাকে নিয়ে তৈরি হওয়া হাজারো মিমের জবাব দিলেন স্বকীয় ঢঙেই।
তিনি স্পষ্ট জানালেন, হাই তোলা খুবই সাধারণ একটি ঘটনা। বিশ্বব্যাপী ক্রিকেট অনুরাগীদের বিদ্রুপ প্রসঙ্গে শনিবার সাংবাদিক সম্মেলনে সরফরাজ জানালেন, ‘হাই তোলা সাধারণ একটি ঘটনা, আমি কোনো পাপ করিনি। যদি তার হাই তোলার ঘটনা মানুষের অর্থ উপার্জনের রাস্তা করে দেয়, তাহলে সেটা খুবই ভালো ব্যাপার।
৫ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নয় নম্বরে থাকা পাকিস্তানের লড়াই লিগ টেবিলে আটে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নক-আউটের দৌড়ে টিকে থাকতে হলে ওভালে জয় অবশ্যম্ভাবী। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত ক্রিকেট উপহার দিতে পারে সরফরাজ বাহিনী, সেটাই এখন দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।