আন্তর্জাতিক ডেস্ক : শরীরের জন্য খারাপ জেনেও হাতের নাগাল পেলেই শিশু, যুবা থেকে বৃদ্ধ— সকলেই চিপ্স খেয়ে ফেলেন। রাস্তার পাশে দোকানে ঝুলতে থাকা আলুর চিপসের রং-বেরঙের প্যাকেট দেখলে চোখ যেন ওই দিকেই আটকে যায়। অনেকে আবার ঝুলতে থাকা চিপসের প্যাকেট একটু চুপসে গেলে কিনতে চান না। তবে চিপসের প্যাকেট পেট ফুলিয়ে রাখুক বা চুপসেই থাকুক, প্যাকেট খুলতে না খুলতেই ফাঁকা।
সমাজমাধ্যমে তেমনই একটি খোলা প্যাকেটের ছবি ভাইরাল হয়েছে। কলেজপড়ুয়া এক যুবক তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এমনই একটি মুখ খোলা প্যাকেটের ছবি দিয়ে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘১০ টাকার প্যাকেটে, মাত্র ৫টি চিপ্স!’
ছবিটি পোস্ট হওয়া মাত্রই ঝড়ের মতো মন্তব্য উড়ে আসতে শুরু করে। কিন্তু ঘুরে ফিরে সকলেই সহমত প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘বিগত ২৭ বছর ধরে একটি সংস্থা, উন্নত মানের মশলা মাখানো হাওয়া বিক্রি করছেন। এর চেয়ে বেশি আর কী চান আপনারা?’
নিজের ছোটবেলার স্মৃতি রোমন্থন করে এক জন আবার লিখেছেন, ‘প্যাকেটের ভিতর আগে কিছু চিপসের গুঁড়ো পড়ে থাকত। চিপ্স খাওয়ার পর যেগুলি তিনি মনের আনন্দে চেটে খেতেন। এখন আর সেইটুকুও অবশিষ্ট থাকে না। তাই তথাকথিত ব্র্যান্ডের চিপ্স না খেয়ে খোলা বাজারে, গোল গোল করে যে আলু বা কলা ভাজা পাওয়া যায়, সেগুলি খেয়েই মন ভরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।