বিনোদন ডেস্ক : শোবিজ জগতের ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সবসময়ই নতুন কিছু করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি নিজের জীবনের একটি রোমাঞ্চকর ও ভয়ংকর অভিজ্ঞতার শেয়ার করলেন তার ভক্তদের সঙ্গে। সেটি হচ্ছে হাঙরের মুখোমুখি হয়েছিলেন এই তারকা।
তবে কিভাবে এই ভয়ংকর অভিজ্ঞতা গ্রহণ করলেন! এবার সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের ‘দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জু’তে পানির নিচে গিয়ে সরাসরি হাঙরের মুখোমুখি হন তিনি। অবশ্য এ ধরনের অভিজ্ঞতা নেওয়া সহজ কাজ নয়। শুধু টাকা দিলেই হবে না; যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য দিতে হবে বন্ড সই। ভয়ংকর এই অভিজ্ঞতা নিজেই ফেসবুকে বর্ণনা করলেন তিনি। অভিযান শেষ করে এসে উত্তজনায় কাঁপছিলেন মেহজাবীন।
শনিবার(১১ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজে মেহজাবীন একটি ভিডিও পোস্ট করেছেন, তিনি লিখেছেন,আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিযান। দৈত্য হাঙ্গর এবং অন্যান্য অনেক বহিরাগত প্রাণীর সাথে সাঁতার কাটা এই অভিজ্ঞতা একটি খুব চ্যালেঞ্জিং অভিজ্ঞতা তৈরি করেছে।
ভিডিওর পরিশেষে কম্পমান কণ্ঠেই মেহজাবীন বলেন, এখানে যখন ট্রেনিং দিচ্ছিল, আমি বলছি ক্যান্সেল। আমাকে দিয়ে হবে না, আর আমার এমনিতেই ঠাণ্ডা বেশি। আর আমি কাঁপা শুরু করছি। আমার বারবার মাস্কের ভেতর পানি চলে যাচ্ছিল। আমি মনে করেছি আমাকে দিয়ে হবে না, এটা অন্য রকম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি ফিরে এসেছি।
প্রসঙ্গত, দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জুতে সমুদ্রের তলদেশের অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে মাছ, সামুদ্রিক প্রাণী ছাড়াও রয়েছে ভয়ংকর হাঙর। সেই হাঙরের মুখোমুখিই হন দেশীয় এই শোবিজ তারকা। পুরো অভিযানের ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.