ইউরোপের দেশ নরওয়কে নিশীথ সূর্যের দেশ বলা হয়। বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। নরওয়ে হচ্ছে এমন এক দেশ যেখানে রাজনৈতিক হানাহানি, দ্বন্দ্ব তেমন নেই। দেশটির জনগণ সমস্ত অধিকার এবং সুবিধা ভোগ করে শান্তিতে বসবাস করতে পারে।
স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে নরওয়ের খ্যাতি রয়েছে। সুইডেনের সাথে এটির দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটির রাজধানী অসলো ইউরোপের অন্যতম নিরাপদ ও সুন্দর শহরের একটি।
নরওয়ের অতীত ইতিহাস নিয়ে কথা বলে ভাইকিংদের ঐতিহ্যের বিষয় চলে আসে। এক হাজার ছেষট্টি সাল পর্যন্ত ভাইকিংরা নরওয়েতে রাজত্ব করে। পরে ইংরেজরা এসে তাদের পরাজিত করে।
১৯০৫ সালে নরওয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে। মানবিকতার নজির স্থাপন করতে সক্ষম হয়েছে দেশটি। হাতে টাকা না থাকলেও কেউ এ দেশে অভুক্ত থাকে না।
শীতের তীব্রতা এবং প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও দেশটির বাসিন্দারা নিজেদের আচরণে ও সংস্কৃতিতে স্বকীয়তা ধরে রেখেছে। সামুদ্রিক খাবার, বাদামের পনির ও রুটি এদেশের মানুষের প্রিয় খাদ্য।
বুনাট হচ্ছে নরওয়ের বাসিন্দাদের ঐতিহ্যবাহী পোশাক। পুরুষ ও নারী উভয়ই এ পোশাকটি পড়তে পারে। ২০০৯ সালের পর তাদের এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু হয়। এর আগে তাদের পার্লামেন্ট ছিল দ্বি-কক্ষ বিশিষ্ট।
এটি এমন একটি দেশ যেখানে চার লাখের বেশি হ্রদ রয়েছে। ভ্রমণপিপাসুদের বিচিত্র অভিজ্ঞতা এনে দিতে পারে দেশটি। ট্যুরিস্টদের জন্য ছবির মত সুন্দর একটি দেশ হচ্ছে নরওয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।