স্পোর্টস ডেস্ক : চন্দিকা হাথুরাসিংহের আমলে বাংলাদেশ দল দারুণ সব সাফল্য পেয়েছিল। হাথুরু চলে যাওয়ার পর স্টিভ রোডস আসেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার দায় চাপিয়ে তাকে ছাঁটাই করা হয়। বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর চাকরি নিয়ে টানাটানি। ফের হাথুরাসিংহের জন্য অপেক্ষা করছে বিসিবি।
এমন মুহূর্তে বাংলাদেশে এসেছেন ছাঁটাই হওয়া কোচ স্টিভ রোডস। সদ্য সমাপ্ত বিপিএলের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন। টুর্নামেন্ট শেষে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন বিসিবি কর্তৃক তার ছাঁটাই হওয়ার কারণ।
এ সময় স্টিভ রোডস বলেন, ‘আমার মনে হয়, অতীতে তাদের (বিসিবি) ভিন্ন ধারার কোচ ছিল। হাথুরাসিংহে একজন জঘন্য চরিত্রের লোক এবং সে কয়েকজনের থেকে সেরাটা পেয়েছে। আমার মনে হয়, আমি ঠিক কী ধরনের কোচিং করাতে চাই, সে বিষয়ে বোঝাপড়ার ঘাটতি ছিল। ‘
রোডস বলেন, ‘এটি আরও সহজ হতে পারত যদি তারা (বিসিবি) বুঝতে পারত যে আমি ঠিক কোন স্টাইলে কোচিং করাতে চাই। কিন্তু সেটি হয়নি। তারা যেভাবে আমাকে কোচ হিসেবে দেখতে চেয়েছিল, আমি ঠিক সেরকম কোচ ছিলাম না। এটা আমাদের দল এবং খেলোয়াড়দের উন্নতি ঘটানোর উপায় ছিল।
তিনি আরও বলেন, ‘আপনাকে অবশ্যই খেলোয়াড়দের ক্ষমতায়ন করতে হবে। তারা বাংলাদেশের জন্য ব্যাটিং-বোলিং করছে। চাপের মধ্যে তাদেরকে পরিস্কার চিন্তা করতে হবে এবং নিজেদের আর দলের জন্য সেরাটা ভাবতে হবে। এটা অধিনায়ক বা কোচের থেকে নির্দেশনা পাওয়ার বিষয় নয়। আপনাকে দায়িত্ব নিয়ে এসব সিদ্ধান্ত নিতে হবে।’
চাঙ্কি পাণ্ডের কারণেই দীপিকাকে বাড়িতে নিতে চান না মেয়ে অনন্যা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।