শরিফ ওসমান হাদিকে হত্যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, যারা মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে জ্বালাও-পোড়াও শুরু করেছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তারা বুঝে বা না বুঝে কার উদ্দেশ্য বাস্তবায়ন করছে—সে প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, কর্মরত সাংবাদিকদের ভবনের ভেতরে রেখে হত্যাচেষ্টা, সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা, কিংবা বিভিন্ন স্থানে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি—এসব কর্মকাণ্ড থেকে কারা লাভবান হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের পথে অগ্রসর না হয়ে কেন এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে—সেই প্রশ্নও তোলেন তিনি।
ফেসবুক পোস্টে মাহদী আমিন বলেন, লাশের রাজনীতি, মবের সংস্কৃতি, বিভাজন ও ঘৃণার বয়ান কোনোভাবেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এই সংকটময় মুহূর্তে সাহসী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ওসমান হাদি আমাদের ভাই। যে কোনো মূল্যে তার হত্যার বিচার হতেই হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, হীন রাজনৈতিক স্বার্থে কোনো নিরপরাধ ও গণতন্ত্রকামী মানুষ যেন আর বলি না হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



