হানসিকার বিয়ের কার্ডে বিশেষ শুভেচ্ছা বার্তা, ‘লাইভ’ সম্প্রচার হবে অনুষ্ঠান!

হানসিকা

বিনোদন ডেস্ক: ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। চলতি বছরের ৪ ডিসেম্বর দুজন বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, হানসিকা মোতওয়ানির বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। হবু দম্পতি তাদের বিবাহের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছেন।

এমনকি তাদের বিয়ের অনুষ্ঠান লাইভ দেখানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
হানসিকা
সব কিছু ঠিক থাকলে এই ডিসেম্বরেই নিজের বৈবাহিক জীবনে আবদ্ধ হতে যাচ্ছেন হানসিকা। এই তারকার বিয়ে সম্পর্কে সর্বশেষ গুঞ্জন হলো, একটি ওটিটি প্ল্যাটফর্ম তাদের বিয়ের লাইভ স্ট্রিমিং করবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। কোন প্ল্যাটফর্ম অভিনেত্রীর বিয়ের লাইভ করতে যাচ্ছে, সে বিষয়েও জানা যায়নি।

এদিকে হানসিকা ও সোহেলের বিয়ের কার্ডটি তাদের দুজনের ছবি দিয়ে মুদ্রণ করা হয়েছে। আমন্ত্রণ কার্ডটি ভারতীয় এবং মডার্ন কালচারের মিশ্রণে তৈরি করা হয়েছে। আভিজাত্যের ছোঁয়া রেখে কার্ডটিতে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তা লেখা হয়েছে।

বিয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিয়ের উৎসব চলবে ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৪ ডিসেম্বর সন্ধ্যায় এই জুটি বিয়ের আসনে বসবেন এবং সাত পাকে বাঁধা পড়বেন। একই দিন সকালে হলুদ অনুষ্ঠান হবে। এর আগের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর মেহেদি ও সংগীত অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে এবং ২ ডিসেম্বর আয়োজিত হবে সুফি রাত।

সূত্র : পিংকভিলা

জাপানী মেয়েকে বিয়ে করলেন নিলয়!

Previous Article

কোমর দুলিয়ে মঞ্চ কাঁপালেন সুনিতা বেবি, ভাইরাল ভিডিও

Next Article

জেনে নিন কাঁচা মরিচের ৫ উপকারিতা