বিনোদন ডেস্ক : নবীন শিল্পী তারেককে নিয়ে নতুন গান করছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এর শিরোনাম ‘অভিমানী প্রেম’। ২১ জুলাই সন্ধ্যায় অবমুক্ত হয়েছে নতুন একটি গান টিজার।
বরাবরের মতোই গানটি তৈরি করেছে এইচ ডাব্লুউ প্রডাকশনস। টিজারটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে হাবীব বলেন, ‘নবীন প্রতিভাবান শিল্পীদের প্রমোট করা আমি সবসময় উপভোগ করি। তাই এইবার আমার সুর-সংগীতে উপস্থাপন করলাম টিকে তারেককে।’
হাবিব জানান, নতুন এই গানের কথা লিখেছেন মোস্তাফিজুর রহমান ইরফান। আর এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এর ভিডিও। পুরো গানটি শিগগিরই ইউটিউবে অবমুক্ত হবে।
এর আগে হাবিব ওয়াহিদের সুবাদে শ্রোতারা শুনেছেন কায়া, হেলাল, শিরিন, ন্যানসি, জুলি, কণিকা, নির্ঝরের মতো অসাধারণ সব শিল্পীর গান। মাঝে নিজের গান নিয়ে ব্যস্ত থাকলেও চালিয়ে গেছেন নতুন কণ্ঠের খোঁজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।