স্পোর্টস ডেস্ক : টানা তিন হারে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে জিততেই হতো। কঠিন সমীকরণের লড়াইয়ে ভুল করেনি শেফিল্ড। হারিয়েছে কার্ডিফ সিটিকে। তবে টিকে থাকার ম্যাচে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন হামজা চৌধুরি।
ঘরের মাঠে কার্ডিফের ওপর ছড়ি ঘুরিয়েছিল শেফিল্ড। বল দখল, গোলে শট এবং আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল। জয়টাও এসেছে। গোস্তাভো হার্মারের পর জাল খুঁজে পান বেন ব্রেনটন দিয়াজ। ২-০ গোলের এই জয়ে টেবিলেও উন্নতি হয়েছে হামজাদের।
চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন নম্বরে শেফিল্ড। ৪৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬। শীর্ষ দুইয়ে যথাক্রমে ৯১ করে পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড ও বার্নলি। লিগের বাকি তিনটি ম্যাচ। প্রিমিয়ার লিগে শীর্ষ দুইয়ে থাকা দল দুটি সরাসরি খেলবে। তিন থেকে ছয় নম্বরে থাকা চার দল খেলবে প্লে অফ। সেখান থেকে একটি দল পাবে ইংলিশদের শীর্ষ লিগে প্রোমোশন।
হামজাদের দল অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিতের দৌড়ে টিকে আছে ভালোভাবে। তবে শেষ তিন ম্যাচে হার দেখায় অনেকটা পিছিয়ে পড়েছিল। এখন বাকি তিনটি খেলার প্রতিটিই শেফিল্ডের জন্য ফাইনালতুল্য। এরমাঝে শীর্ষ দুইয়ে থাকা বার্নলির বিপক্ষেও খেলা আছে। ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচের পর স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে খেলবে হামজা ব্রিগেড। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জয়ের বিকল্প নেই সাউথ ইয়র্কশায়ারের দলটির।
কঠিন হয়ে পড়া সমীকরণ হামজারা গতকাল শনিবার কিছুটা হলেও সহজ করেছেন। কার্ডিফের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে শেফিল্ড। ১৫টি শটের পাঁচটিই রেখেছে গোলমুখে। ৫৬ শতাংশ বল দখলে রেখে আক্রমণ বাড়ানো হামজাদের দল এগিয়ে যায় ৩৩ মিনিটে। হার্মার ভাঙেন ডেডলক।
৬৯ মিনিটে প্রতিপক্ষে খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। মাঝের সময়ে মরিয়া হয়ে ফেরার চেষ্টা করে কার্ডিফ। ম্যাচের ৮৭ মিনিটে সেই স্বপ্নে শেষ পেরেক ঠুকে দেন দিয়াজ। নির্ধারিত সময় শেষে ম্যাচটাও থামে ২-০ ব্যবধানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।